কাপাসিয়ায় শিক্ষকের হাত পায়ের রগ কর্তনের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

0
7

কাপাসিয়ায় শিক্ষকের হাত পায়ের রগ কর্তনের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

সাইদুল ইসলাম রনি,গাজীপুরঃ
গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আ. হাই সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নূরুল ইসলাম বিএসসিকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার প্রতিবাদে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ওই বিদ্যালয়ের বর্তমান, সাবেক শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

শুক্রবার ১২টায় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন ৷

মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের অবঃ মহাব্যবস্থাপক মোঃ কফিল উদ্দিন ৷ অন্যান্যের মধ্যে শিক্ষক নেতা মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অত্র স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শিব্বির আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার হোসেন, মোঃ শাহজাহান শেখ, অধ্যক্ষ ফকির মোঃ আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ৷
বাংলাদেশ শিক্ষক সমিতি কাপাসিয়া উপজেলা শাখা ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের আয়োজনে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে মানববন্ধন করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আইন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন, সঞ্চালনায় সাংবাদিক নেতা শামসুল হুদা লিটন, শিক্ষক নেতা মো. মোবারক হোসেন প্রধান, শহিদুল্লাহ আজাদ, মনিরুজ্জামান মনির প্রমুখ।

পরে এ ঘটনায় দুপুরে ওই শিক্ষকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।

গত মঙ্গলবার উপজেলার চরদুর্লভ খান আ. হাই সরকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন ও বারিষাব গ্রামের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শিক্ষকের বাড়ি গিয়ে শেষ হয় । বাড়িতে প্রতিবাদ সভায় শিক্ষকের ওপর জঘন্য হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান ৷ পরে তারা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও কাপাসিয়া থানার ওসির কাছে সুষ্ঠু বিচারের দাবিতে একটি স্মারকলিপি দেন।

উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে সাড়ে ১১টার দিকে স্থানীয় বেলতলী বাজারের হোমিওপ্যাথি ওষুধের দোকান বন্ধ করে নূরুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নূরার ব্রিজের পূর্ব পাশে এলে ৮-১০ জন সশস্ত্র দুবৃর্ত্ত তার গতিরোধ করে এলোপাথাড়ি মারপিট ও কোপাতে থাকে। এ সময় দুর্বৃত্তরা পিটিয়ে তার কোমরের নিচের অংশ, ডান হাতের দুই জায়গা ও বাম হাতের এক জায়গার হাড় ভেঙে দেয়। পরে তারা ডান হাতের কব্জির রগ ও ডান পায়ের হাঁটুর নিচের মাংস পেশী ও রগ কেটে দিয়ে তাকে পাশের একটি পুকুরে ফেলে দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠালে তার অস্ত্রোপাচার করা হয়।

কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, এ বিষয়ে ওই শিক্ষকের স্ত্রী বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন