কাপাসিয়া ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

0
40

কাপাসিয়া ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া,গাজীপুরঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উল্লাসের মাধ্যমে গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৩ জুলাই শনিবার শিক্ষক কক্ষে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ‘শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২০১৯’ সম্পন্ন হয়। মোট ৪২ ভোটার এর মধ্যে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করেন।

আইসিটি বিভাগের প্রভাষক শামীম আহমেদ ২৪ ভোট এবং ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মো: আলী এরশাদ হোসেন ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়।

অন্যদিকে নারী শিক্ষকের প্রতিনিধি নির্বাচনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক লুৎফুর নাহার ২২ ভোট পেয়ে বিজয়ী হয়।

নির্বাচনে ৫ জন শিক্ষক ও ২ শিক্ষিকা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহা: ওয়াজিদুর রহমান খান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াজিদুর রহমান বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হয়। আশা করি কলেজের নির্দিষ্ট কাজ নির্বাচিত প্রতিনিধিরা সঠিক ভাবে করতে পারবে।

নির্বাচিত প্রতিনিধি আলী এরশাদ জানান, কলেজ প্রতিনিধি নির্বাচনে আমরা সন্তুষ্ট। বিজয়ী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

কোন মন্তব্য নেই