কাপাসিয়ার ইউএনও বন্ধ করলো বাল্য বিয়ে

0
19

কাপাসিয়ার ইউএনও বন্ধ করলো বাল্য বিয়ে

কাপাসিয়া (গাজীপুর) থেকে সাইদুল ইসলাম রনিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের মোঃদুলাল মিয়ার কন্যা শামিমা আক্তার (১৪) কে বাল্যবিয়ে দেয়া হচ্ছে বলে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা তাদের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। ভ্রাম্যমান আদালত আসার খবর পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। শামিমা স্থানীয় পাঁচুয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

পরে কন্যাকে বাল্যবিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার অপরাধে পিতা দুলাল মিয়াকে বাল্যবিবাহ আইনে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আর বাল্য বিয়েতে সহায়তা করার অপরাধে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাজল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদন্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অন্যান্যের মাঝে টোক ফাঁড়ির এ এস আই মাসুদ রানা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই