কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে পাহাড়ি এলাকার টিলা কেটে লাল মাটি বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী উপজেলার রায়েদ তরগাঁও,টোক ও বারিষাব ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকার টিলার লাল মাটি ভেকু মেশিন দিয়ে কেটে রাতের অন্ধকারে ড্রামট্রাক ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশ ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছিল।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার (১ নবেম্বর ) বিকেল আনুমানিক ৪ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইনের নেতৃত্বে কাপাসিয়া সদর ইউনিয়নের সূর্য নারায়নপুর ভুবনের চালা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ-সময় লালমাটি ভর্তি ড্রাম ট্রাক ও বেকু আটক করা হয়। পরে ট্রাক ও মাটির মালিক মাসুদ এবং মেহেদীর কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন গণমাধ্যম কে বলেন,অবৈধভাবে পাহাড়ের টিলা কেটে লাল মাটি বিক্রি করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পৃথক দুটি মামলায় ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে, এ অভিযান অব্যাহত থাকবে।