সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে যাচাই বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর। ৩ ফেব্রæয়ারী রবিবার বিকালে নির্বাচন অফিসারের কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
মনোনয়ন পত্র বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিকুল হাকিম মোল্লা হিরণ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মন্জরুল হক, ¯^তন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, ¯^তন্ত্র প্রার্থী মতিউর রহমান।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ুন কবীর সাংবাদিকদে এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ২ সেপ্টেম্বর ২০১৮ সালে মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়। ১০ ফেব্রæয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ । ২৮ ফেব্রæয়ারী ২০১৯ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ২০৬১৫ জন। পুরুষ ভোটার ১০১৬৬ জন, মহিলা ভোটার ১০৪৪৯ জন।