গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় কৃষকলীগের ইফতার মাহফিলে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।এ সময় ইফতারের আয়জন পন্ড হয়ে যায়।
বৃহস্পতিবার (৩১ মে) বিকালে
উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরাব এলাকায় কাজীবাড়ী ঈদগাহ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে কৃষকলীগ নেতাকর্মীদের বহনকারী ৩টি মাইক্রোবাস ও মঞ্চসহ চেয়ার টেবিল ভাংচুর করে।
স্থানিয়রা সূত্রে জানাযায়, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরাব এলাকায় কাজীবাড়ী ঈদগাহ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বারিষাব ইউনিয়ন কৃষকলীগ। সরকারের উন্নয়ন কাজ নিয়ে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা। এতে প্রধান আলোচক ছিলেন কৃষকলীগের উপদেষ্টা ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ভাগিনা আলম আহমদ। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাজী মেজবার সভাপতিত্বে উন্নয়ন নিয়ে আলোচনা সভা চলছিলো। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা সভাস্থলে কয়েক দফা হামলার চেষ্টা করলে কৃষকলীগের নেতাকর্মীদের বাধার মুখে তারা ফিরে যায়। পরে সন্ত্রাসীর পুনরায় লাঠিসোটা নিয়ে হামলা করে কৃষকলীগ নেতাকর্মীদের বহনকারী তিনটি মাইক্রোবাস, মঞ্চ ও চেয়ার টেবিল ভাংচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে। এ সময় তারা কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার চেষ্টা করলে কৃষকলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এতে একপর্যায়ে দু পক্ষের মাঝে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়।এ সময় হামলাকারীরা আয়োজিত অনুষ্ঠানের ইফতার সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়। এতে অনুষ্ঠান পন্ড হয়ে যায়।
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নামধারী কিছু চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা করেছে। এ সময় মঞ্চ, মঞ্চে থাকা প্রধানমন্ত্রীর ছবি ও তিনটি মাইক্রোবাস ভাংচুর করা হয়েছে। তারা আমাদের ওপর হামলার চেষ্টা করেছে।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, কৃষকলীগের কোন অনুষ্ঠানে হামলার সঙ্গে ছাত্রলীগ বা যুবলীগ জড়িত নয়। তাদের এসব অভিযোগ মিথ্যা। তাদের নিজেদের কোন্দলের কারণে নিজের মধ্যেই মারামারি হয়েছে।