কাপাসিয়ায় খোলা কাগজ পাঠক ফোরাম কমিটি গঠন

0
77

সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
“শিক্ষা সমৃদ্ধির সাথে দূর্বার অগ্রগতির পথে ” শ্লোগান কে সাথে নিয়ে কাপাসিয়া ডিগ্রি কলেজে দৈনিক খোলা কাগজ পত্রিকার পাঠক ফোরাম এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় অভিযাত্রীর ১০ জন উপদেষ্টা ও ১৩ জন সদস্য নিয়ে কলেজ প্রঙ্গনে এ অনুষ্ঠান হয়।
খোলা কাগজের পাঠক ফোরামে আহ্বায়ক শামীম শিকদার সভাপতিত্বে ও পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি শরিফ সিকদার এবং সাংবাদিক সাইদুল ইসলাম রনি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পাঠক ফোরামের প্রধান উপদেষ্টা মো: ছানাউল্লাহ, উপদেষ্টা ইসলামীক স্টাডীস বিভাগীয় প্রধান মো: আলী এরশাদ, রাষ্ট বিজ্ঞানের প্রভাষক মো: নজরুল ইসলাম সরকার, বাংলা প্রভাষক সাহেরা পারভীন, হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান অর্পন চন্দ্র ধর, রাষ্ট বিজ্ঞান প্রভাষক মামুন অর রশিদ, বাংলা প্রভাষক ইকবাল হোসেন সবুজ, শরীর চর্চা শিক্ষক আনোয়ার সাদেক, রসায়ন বিজ্ঞান বিভাগীয় প্রধান ওয়াজিদুর রহমান খান, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুম।
পাঠক ফোরামের আহ্বায়ক শামীম সিকদার, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, কার্যনিবাহী সদস্য মাসুম প্রধান, রফিকুল ইসলাম (ইয়াসিন), ফরিদ মোল্লা, রঞ্চন বর্মন, রাহিম মোল্লা, আজিজুল হক, শফিউজ্জান সানি, মুবিন খান, জাহিদুল ইসলাম, রুহুল আমিন, রাকিব সরকার, মোবারক হোসেন, হৃদয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অভিযাত্রীর ১৩ সদস্য বিশিষ্ট আহ্Ÿায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভিন্ন মাত্রার দৈনিক শ্লোগান নিয়ে ১৯ বছর পূর্বে যে পত্রিকা যাত্রা শুরু করেছিল তা এখনো টিকে আছে এবং পত্রিকাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে পাঠক সংগঠন করছে তা সত্যিই প্রশংসার দাবীদার। তিনি আশা প্রকাশ করে বলেন, পত্রিকাটি তার শ্লোগান থেকে সত্যের পক্ষে কাজ করবে, মজলুমের পক্ষে কথা বলবে। দৈনিক খোলা কাগজ যেভাবে প্রত্যন্ত অঞ্চলের খবর পরিবেশন করছে তা এ পত্রিকাটির অনন্য একটি বৈশিষ্ট্য বলে আমি মনে করি সংবাদপত্র সমাজের দর্পন, খোলা কাগজের মাধ্যমে আমরা আমাদের সমাজের আয়না দেখতে পাই।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন