কাপাসিয়ায় চাঁদপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

0
39

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী রবিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো.কামসুল হক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম আলমগীর হোসেন আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা রাফিয়া সুলতানা, সানজিদা আমীন, এস.এম. মেহেদী হাসান বাবু, সাংবাদিক সাইদুল ইসলাম রনি, শরিফ সিকদার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন