কাপাসিয়ায় জেল হত্যা দিবস পালিত

0
37

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে মুক্তিযোদ্ধা সংসদ কাপাসিয়া শাখার উদ্যোগে ৩রা নভেম্বর দুপুরে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ বজলুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ। উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার মো: সিরাজউদ্দিন মাস্টারে পরিচালনায় আরো বক্তব্য রাখেন আ. হালিম মাস্টার, আকরাম হোসেন মাস্টার, শেখ আবুল হোসেন, মঞ্জুরম্নল হক মুকুলসহ ১১ ইউনিয়নের কমান্ডার ও প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় চার নেতার স্মরণে বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির দোয়া পরিচালনা করেন। এছাড়াও তরগাঁও, টোক, রায়েদ, দূর্গাপুরসহ বিভিন্ন ইউনিয়নে জেল হত্যা দিবস পালিত হয়েছে। উলেস্নখ্য, ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরম্নল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরম্নজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশ মাতৃকার সেরা সমত্মান জাতীয় এই চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষামত্ম হয়নি, কাপুরম্নষের মতো গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করে একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিল।

কোন মন্তব্য নেই