কাপাসিয়ায় তিন দিনব্যাপী গাজীপুর জেলা ইজতেমা শুরু

0
68

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কের পাশে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উজলী দিঘীরপাড় আলিম মাদ্রাসা মাঠে ১৬ নভেম্বর শুক্রবার ফজর থেকে ইজতেমা শুরু হয়েছে। দুনিয়া ও আখেরাতে কামিয়াবী এবং আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশে তিনদিন ব্যাপি ইজতেমাতে গাজীপুরের ৫টি উপজেলার গাজীপুর সদর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর, কালিয়াকৈর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমায় যোগ দেবেন। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরো হয়ে শেষ হবে রবিবার। ইজতেমা মাঠ প্রস্তত ও তদারকির দায়িত্বে থাকা মাওলানা মো. আশরাফ আলী বলেন, ‘ইজতেমা উপলক্ষে প্রতিদিন জেলার তবলিগ জামায়াতের সাথী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠের কাজ সম্পন্ন করবে। প্যান্ডেল তৈরি, মাইক স্থাপন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল, অজু খানা, রান্নাবান্নার কাজ ও অস্থায়ী শৌচাগার তৈরির কাজ করছে। ইজতেমা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে পুলিশ। ইজতেমা সফল করতে ২০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। গাজীপুর জেলা তাবলিক জামাতের আমীর এস এম আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।যে কোন প্রকার আইন পরিপন্থী কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান করেছি। এছাড়া ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকটাও বিবেচনায় রাখা হবে।

কোন মন্তব্য নেই