কাপাসিয়ায় দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন
শামসুল হুদা লিটন,কাপাসিয়া(গাজীপুর) থেকেঃ
বাংলাদেশের প্রথম ট্যাবলেট পত্রিকা দৈনিক মানবজমিনের ২৫ বছর পূর্তি উপলক্ষে কাপাসিয়ায় রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের দিয়ে কেক কাটা হয়।
১৫ ফেব্রুয়ারি, বুধবার সকালে কাপাসিয়া কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট এর হলরুমে দৈনিক মানবজমিনের সাংবাদিক ও কাপাসিয়া কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট এর প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা সাইফুল ইসলাম শাহীন, প্রতিষ্ঠাতা সদস্য আমাদের সময় পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি জাকির হোসেন কামাল, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ শফিউদ্দিন জিন্নাহ, আনন্দ টিভি ও কাপাসিয়া উপজেলা যুগান্তর প্রতিনিধি খোরশেদ আলম, আলোকিত বাংলাদেশে এর কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেনের রিপন, খোলা কাগজের কাপাসিয়া প্রতিনিধি শরিফ শিকদার, ডেল্টা টাইমস এর কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন হিরন, আজকের আজকের পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম, শিক্ষক প্রশান্ত কুমার পাল প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষক-ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কেক কেটে সকালের মধ্যে বিতরণ করা হয়।