কাপাসিয়ায় প্রতিপক্ষের হামলায় শহীদ জিয়ার শাহদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়া অনুষ্ঠান পন্ড, আহত ৫
শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর) থেকে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় আয়োজিত অনুষ্ঠানে অপর গ্রুপের হামলায় অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়।
এ সময় উভয় পক্ষের হাতাহাতিতে ৫ নেতাকমী আহত হয়েছে বলে জানা যায়। হাতাহাতির সময় সাধারণ নেতাকর্মীরা ভয়ে অনুষ্ঠান এলাকা ত্যাগ করেন।
জানাযায়,গতকাল ০২ জুন, শুক্রবার বিকেলে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের কালিয়াব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। কালিয়াব মাঠে শহীদ জিয়া সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে সভাপত্বি করেন মো. আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপির সাবেক সভাপতি মো.খলিলুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মো. মইনুল হক সারোয়ার প্রমুখ।
উপস্থিত নেতা কর্মীরা জানান, সভা শুরুর পর পরই বিএনপির একদল নেতা কর্মী মিছিল সহ সভাস্থলে এসে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। এ সময় উপস্থিত নেতা কর্মীরা ভয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করে নিরাপদ স্থানে চলে যায়। ওই সময় ৫ নেতাকর্মী আহত হয়। এ ব্যাপারে সভায় উপস্থিত বিএনপির নেতারা বলেন, কতিপয় বিএনপি নামধারী লোকজন আলোচনা সভাটি পন্ড করে দেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।