তাওহীদ হোসেন কাপাসিয়া গাজীপুর:কাপাসিয়ার দস্যুনারায়নপুরে সামাজিক সংঘঠন “বন্ধন-২০” প্রিমিয়ার লীগে এস.আর.কিংসের বিপক্ষে ভাই ব্রাদার্সে নির্ধারিত ১৫ ওভারে ২৪৮/৭ রানের বিশাল স্কোর গড়েন।দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসমেন নাহিদ ৭৬(৩২)ও শেষ দিকে নে অধিনায়ক সালাউদ্দিন ৮টি বিশাল ছক্কায় ৫২(১১) রানের ঝড়ো ইনিংস খেলেন।ছাত্তার ২৩/২ ও শুভ ৩৭/২ উইকেট লাভ করেন।জবাবে এস.আর কিংস ২৪৯ রানের বিশাল লক্ষে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে।দলের পক্ষে রিফাত ৩২ রান করেন।দলের পক্ষে সজিব ১/৩ ও জীম ২০/২ উইকেট লাভ করে।ম্যাচসেরা নির্বাচিত হয় বাহাউদ্দিন।
দিনের অপর ম্যাচে ভাওয়াল ভাইকিংস টসে জিতে প্রথমে ব্যাট করে ১৫ ওভার ২৫১/৬ রান সংগ্রহ করে।দলের পক্ষে হুমায়ন ৯০(৩৪) ও রাব্বি ৪২(১৫) রান করেন।নাঈম ৩৭/২ ও জনি ৪১/২ উইকেট লাভ করে।জবাবে ২৫২ রানের লক্ষে খেলতে নেমে ১৮৫/৬ করতে সক্ষম হয়।জহিরুল ৩৮(২১)ওরাসেল ৩৪(১৯) করে।রাব্বি ২৬/৩ উইকেট লাভ করে।ম্যাচ সের নির্বাচিত হয় রাব্বি।
খেলার মিডিয়া পার্টনার আজকের গণমাধ্যম।