কাপাসিয়ায় বাংলা নববর্ষ পালন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:: সারাদেশের মতো নানা আয়োজনে কাপাসিয়ায় উদযাপন করা হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব বাংলা নববর্ষ-১৪২৬
রোববার (১৪ এপ্রিল) সকালে কাপাসিয়া উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ সভাপতি মাহাবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চেয়ারম্যান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি আব্দু কাইয়ুম ভূইয়া, কলেজ শাখা সভাপতি মাহমুদুল হাসান মামুন, তদন্ত অফিসার রাজীব কুমার দাস, অপারেশন অফিসার মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিক এবং বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহনে শোভাযাত্রাটি শেষ হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে দিনব্যাপী অনুষ্ঠান চলে।