কাপাসিয়ায় বাল্য বিবাহ বন্ধ,বর ও কনের পিতাকে অর্থদণ্ড দেয় ভ্রামমাণ আদালত

0
46

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বর ও কনের পিতাকে অর্থদন্ড দেয়া হয়।

বৃহস্প্রতিবার ০৪ জুন বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তনীয়া গ্রামে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন কাপাসিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাঃ ইসমত আরা।

ভ্রামমাণ আদালত সুত্রে জানাযায়, আগের দিন
রাত ২ টার সময় দশম শ্রেণি পড়ুয়া মেয়েটি উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে তাকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে বলে অবহিত করে। সে আরও পড়ালেখা করতে চায় বলেও জানায়। দশম শ্রেণি পড়ুয়া মনি আক্তারের বয়স যেখানে মাত্র ১৫ বছর। সেখানে বিয়ে করতে আসা পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার চাঙ্গাপুর গ্রামের মো: আবদুল্লাহ’র এমবিবিএস চিকিৎসক ছেলে আশরাফুল ইসলামকে ৩০ প্রস্তুতি চলে। পরে পরিচালিত মোবাইল কোর্টে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ছেলে পক্ষকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা এবং মেয়ে পক্ষকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা করে আদায় করা হয়। এ সময় মেয়ের বাবার কাছ থেকে ‘এই বিয়ে দেবে না’ মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন