কাপাসিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়

0
30

সাইদুল ইসলাম রনি,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ, বিএনপি ও গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সর্বত্র ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের দিন, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। গণতন্ত্রী পার্টির উদ্যোগে আর্তমানবতার সেবায় এলাকার দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ দরদরিয়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন বিশাল জামাতে ঈদের নামাজ শেষে মুসল্লী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজ গ্রামের বাড়ি কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জ এলাকায় এসে ঈদের নামায আদায় করেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
এছাড়া গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার ঈদের পরদিন নিজ এলাকা তরগাঁওয়ের লাহুরি গ্রামে রউফ সিকদার বহুমুখী কারিগরি বিদ্যালয় ও এতিম খানা মাদরাসা মাঠে শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরন করেন।
কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের নেতৃত্বে তরগাঁও, কাপাসিয়া, চাঁদপুর, দূর্গাপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া উপজেলা বিএনপির প্রবীন নেতা দেলোয়ার হোসেন মাস্টারসহ অসুস্থ্য নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং প্রয়াত দলীয় নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন বেপারী, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান মোল্লা, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মীর মাসুদ করীম, তিতুমীর কলেজ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দ্বীপ, গাজীপুর জেলা যুবদলের প্রচার সম্পাদক আশরাফুল আলম, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান, যুবদল নেতা আরিফ হোসেন প্রমূখ।
এদিকে গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান ১১টি ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়, কবর জিয়ারত ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অন্যান্যের মাঝে সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্বব মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানসহ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন