কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্টের অভিযান
খন্দকার মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার ৮ জুলাই সকাল ১১টায় কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজারের নিকটস্থ ব্রহ্মপুত্র নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে দুটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমতাবস্থায়, ড্রেজার মেশিন দুটি আগুনে পুড়িয়ে দেয়া হয়।এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
এলাকার জনগণের সাথে কথা বলে জানা যায়, জড়িত ব্যক্তিরা স্থানীয় প্রভাবশালী লোক। স্থানীয় প্রভাব খাটিয়ে ব্রহ্মপুত্র নদী হতে কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।