কাপাসিয়ায় মা ও প্রতিবন্ধী মেয়েকে মারধর, আদালতে মামলা

0
36

কাপাসিয়ায় মা ও প্রতিবন্ধী মেয়েকে মারধর, আদালতে মামলা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর নরদা গ্রামে মা ও প্রতিবন্ধী মেয়েকে মারধর,আদালতে মামলা।ঘটনাটি ঘটেছে গত(৯/১০/২০২৩ইং)রোজ সোমবার।এ ঘটনায় ফাতেমা আক্তার বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে,গাজীপুর আদালতে মামলা দায়ের করেন।

হামলার শিকার ফাতেমা আক্তার(৪০)উপজেলার সোহাগপুর নরদা গ্রামের মৃত তোতা মিয়ার মেয়ে ও ফাতেমা আক্তারের প্রতিবন্ধী মেয়ে ফারহানা(১৮)এবং ছোট মেয়ে স্কুল পড়ুয়া সপ্তম শ্রেণীর ছাত্রী মরিয়ম(১৩)।

অভিযুক্তরা হলেন,একই এলাকার আইনাল হকের ছেলে হাবিবুল্লা,আইনাল হকের স্ত্রী হাফেজা খাতুন,আইনাল হকের মেয়ে ফারজানা,কমুরুদ্দিনের ছেলে আসাদ,রুস্তুম আলীর ছেলে আউয়াল,আউয়ালের স্ত্রী হাজেরা খাতুন।

ফাতেমা আক্তার জানান,আমার প্রতিবেশি টিপু ও হাবিবুল্লাদের জায়গা জমি নিয়ে বিরোধ অনেক দিন যাবত।আমার বাড়ির সামনে তাদের জমি সোমবার দিন টিপু লোকজন নিয়ে এই জমিতে বেড়া দিতে আসে,তারপর বেড়া দিয়ে চলেও যাই।এই সময় আমি বাড়িতে রান্না করছিলাম।এমন সময় অভিযুক্তরা এসে আমাকে বলে টিপুরা জমিতে বেড়া দেওয়ার সময় কেন বাদা দেইনাই।আমি বললাম আমি কেন বাদা দিব।এক র্পযায়ে অভিযুক্তরা সবাই মিলে আমাকে মারধর করে।এমন কি আমার প্রতিবন্ধী মেয়েকে টেনে হিচরে ঘর থেকে বের করে তাকেও মারধর করে।আমার ছোট মেয়ে মরিয়ম স্কুল থেকে বাড়িতে এসে দেখে আমাদেরকে মারধর করতেছে,এমন সময় তাদেরকে বলে আপনারা মা ও বোনকে কেন মারতেছেন।এই কথা বলার সাথে সাথে তাকেও মারধর করে হুমকি দিয়ে চলে যাই।আমি গরীব মানুষ দিন এনে দিন খাই।আমি আমার বাপের কাছ থেকে ৩শতাংশ জমি পেয়েছি,আর সেই জমিতে ছোট একটা ঘর করে বসবাস করতেছি।আমার স্বামী প্রতিবন্ধী ও আমার একটা মেয়ে প্রতিবন্ধী আমি মানুষের কাছ থেকে চেয়ে জীবিকা নির্বাহ করি।আমাকে সহযোগীতা করার মত কেউ নেই। আমার ছোট মেয়ে মরিয়ম সে ক্লাস সেভেনে পরে তাকে ও অনেক খারাপ খারাপ কথাই গালাগালি করে এবং তার নামে বিভিন্ন ধরনের আজেবাজে থারাপ ধরনের মন্তব্য করে আসছে মানুষের সাথে।যার জন্য আমার মেয়ে স্কুলে যাইতে চাইনা লজ্জাই শুধু ঘরে বসে বসে কাঁদে।আমাদের উপর তারা হামলা করে উল্টো,আমাদেরকে হুমকি দিতেছে মার্ডার কেসের মামলা করবে।আমি এখন নিরুপায় আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে আছি।অভিযুক্তরা অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,আমি ন্যায় বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের নিকট।

অভিযুক্ত হাবিবুল্লার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এ বিষয়ে আমি কিছু জানিনা।

কোন মন্তব্য নেই