তাওহীদ হোসেন(গাজীপুর)কাপাসিয়া থেকেঃ “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে”
স্লোগানে কাপাসিয়া পালিত হল মীনা দিবস।কাপাসিয়া শিক্ষা অফিসের আয়োজনে
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে
রেলি,চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।রেলি
শেষে মীনা দিবস নিয়ে আলোচনা করা হয়।উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর
রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোসাঃইছমত আরা।এছাড়াও আলোচনা করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান
আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন আরা সরকারপ্রমুখ।রেলি শেষে
উপজেলা প্রঙ্গনে ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজ
প্রতিযোগিতার অংশগ্রহণ করে।