কাপাসিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমি আজ (২৪ আগস্ট) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বড়চালা গ্রামে ও রাণীগঞ্জ বাজারে পৃথক দুটি অভিযান চালানো হয়।
সরেজমিনে গিয়ে জানাযায়, দূর্গাপুর ইউনিয়নের চরপাড়া এলাকার বড়চালা গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে ইটা ও বালু ব্যবসায়ী মোঃ মাসুদ রানা ও ভেকু পরিচালনা কারীর লোকজন সহ সমতল ভূমি থেকে প্রায় ২০-২৫ ফুট উঁচু টিলার মাটি কেটে নিয়ে আসপাশের বিভিন্ন এলাকার ফসলি জমি ভরাট করছিল। লাল মাটির টিলা শ্রেনীর জমি ভেকু দিয়ে কেটে মাটি অন্য জায়গায় স্থানান্তরিত করে বিক্রি করছেন ৷ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ও জমির শ্রেনী পরিবর্তন করায়
মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১,০০,০০০/(এক লক্ষ টাকা) জরিমানা করেন ৷
পৃথক আরেকটি অভিযানে রাণীগঞ্জ বাজার পেরীফেরীতে অবৈধ ভাবে দোকানপাট নির্মাণ করেন স্থানীয় এ গাড়ি ব্যবসায়ী মোঃ ওবায়েদ উল্লাহ ফকির ৷ সরকারি জমি দখল করে একটি আধাপাকা টিনশীটের ঘর সহ বিভিন্ন স্থাপনা তৈরি করে ৷ প্রকৃত ব্যবসায়ী ও চান্দিনা ভিটির একসনা ভিত্তিক লাইসেন্স অস্থায়ীভাবে বরাদ্দ না থাকায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ৷ তার পাশে আমির হোসেনের দোকানের লাইসেন্স নবায়ন না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ এক ভিটির বেশি জমি দখলমুক্ত করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলেন ও সতর্ক করেন৷
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমি জানান, লাল মাটির টিলা জমির শ্রেনী পরিবর্তন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান চলবে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।