কাপাসিয়ায় শ্রমিকদের সাথে পুলিশের মতবিনিময়

0
28

সাইদুল ইসলাম রনি,কাপাসিয় (গাজীপুর) প্রতিনিধি কাপাসিয়া থানা পুলিশ ও গাজীপুর আমত্ম: জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চালক ও হেলপারদের আইনকানুন ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরম্নজ্জমান খান এ তথ্য নিশ্চিত করেন। ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্স, ড্রাইভিং নবায়ন, হেলপার কর্তৃক ড্রাইভিং, ট্রাফিক আইন, মোটর সাইকেলে অধিক যাত্রী, সিগন্যাল ভায়োলেশন করা, উল্টোপথে যাওয়া, বিআরটিএ’র কতৃক গাড়ির ডকুমেন্ট ও চালকের লাইসেন্স সাথে রাখা, হাইড্রোলিক হর্ণ এবং প্রভাবশালীদের আইন না মানার যে অপচেষ্টাসহ বিভিন্ন বিষয়ে শ্রমিক সাথে আলোচনা হয়। কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদমত্ম) রাজীব কুমার দাস, পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরম্নজ্জমান খান, গাজীপুর আমত্ম: জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন খান, কার্যকরি সভাপতি মোজ্জামেল হক মিলন, জাতীয় শ্রমিকলীগ সাধারণ জালাল উদ্দিন, সহ সভাপতি হাবিব উলস্নাহ, গাজীপুর আমত্ম: জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন দপ্তর সম্পাদক কামাল হোসেন বাচ্চু, চালক নিজাম উদ্দিন, আলম মিয়া, মহিউদ্দিন, হেলপার আলামিন, রাশিদুল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন