কাপাসিয়ায় সরকারি খালে অবৈধ ইটের প্রাচীর নির্মাণ!

0
52

কাপাসিয়ায় সরকারি খালে অবৈধ ইটের প্রাচীর নির্মাণ

সাইদুল ইসলাম রনি,
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোসাইগাঁও গ্রামে মাঝি পাড়া মাগুড়া খালের দুই পাশে ইটের প্রাচীর পয়নিস্কাষণ হাউজ ও পাকা টয়লেট, টিউবওয়েল নির্মাণ করেছে তীরবর্তী প্রভাবশালীমহল।

সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে, শীতলক্ষা বানার নদীর কোল ঘেঁষে যাওয়া মাগুড়া খালের জমি বেদখল করে ইটের প্রাচীর, একাধিক পয়নিস্কাষন হাউজ, পাকা টয়লেট, টিউবওয়েল, ময়লার স্তূপ ও স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় হাজী আবুল কাশেম, বিজয়সহ একাধিক ব্যাক্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এতে খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধাগ্রস্থ হচ্ছে ও পরিবশে দূষণ হচ্ছে।

অবৈধ দখলকারি গিয়াস উদ্দিনের ছেলে হাজী আবুল কাশেম বলেন, আমার এই কাজ করতে লক্ষাধীক টাকা খরচ হইছে। আমার ছেলেও সহযোগিতা করেছে। হিরন্ড চন্দ্র দাস এর ছেলে বিজয় চন্দ্র দাস বলেন, ইটের পাকা টয়লেট নির্মাণ করছি। ভেঙে ফেলবো।

ইউপি সদস্য কাইয়ূম মোল্লা বলেন, সারা দেশে খাল বেদখল হচ্ছে। এই খানেও তাই হয়েছে। খালের দুই পাশ ডিমারগেশন না থাকায় চার লক্ষাধিক টাকার প্রকল্প বরাদ্ধের কাজ আটকে আছে।

উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা বলেন, সরকারি জায়গায় কাজ করেছে এটা ঠিক করে নাই।

স্থানীয় সহকারি ভূমি কর্মকর্তা মো.আ হাই সিকদার বলেন, ইটের প্রাচীর সাত দিনে ভিতরে ভেঙে ফেলার জন্য বলেছি। এবং খালের সিমানা নির্ধারণ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে জানিয়েছি৷

কাপাসিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোঃ নাজমুল হোসাইন বলেন, আমি আইনগত ব্যবস্থা নিব।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন