গাজীপুরের কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলামের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে অসহায় হতদরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৩ মে সকাল ৯ ঘটিকায় দুর্গাপুর ইউনিয়নের বিভিন্নস্থানে অসহায় হতদরিদ্রের পরিবারের মাঝে পোলার চাল,চিনি,সেমাই,গুড়া দুধ,তেল এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিনোদ চন্দ্র সরকার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের কামাল হোসেন,যুবলীগ নেতা মাসুদ খান,প্রমুখ।