কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

0
32

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ কাপাসিয়া উপজেলা শাখার বর্ধিত সভা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২৪ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ত্ততির লক্ষে প্রতিটি কেন্দ্রের জন্য পুলিং এজেন্ট নিয়োগ, কেন্দ্র কমিটি গঠন, সহযোগী সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষন, বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহাম্মদ শহীদুলস্নাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি এড. ফজলুল কাদের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল কবির মাস্টার, যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা হাদিউল ইসলাম হাদি, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন আকবর মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি রওশন আরা সরকার, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ গাফ্ফার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ দর্জি, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন