সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপাসিয়া উপজেলা শাখার সম্মেলন উপলক্ষে কর্মী সভা ২৭ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা আ‘লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক এস এম আলতাব হোসেন, যুগ্মআহবায়ক ও কালিয়াৗকর উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কাপাসিয়া উপজেলা আ‘লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আ‘লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যআড. মো. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইমান উল্লাহ শেখ ইম, শেখ জসিম, কাইয়ূম ভূইয়া, মাহমুদুল হাসান মামুন প্রমুখ। ৮ মার্চ উপজেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে কর্মী সভায় বক্তারা বলেন নেশা ও মাদক মুক্ত নেতা নির্বাচনে উপজেলা যুবলীগেরস সম্মেলনে নতুন নেতা নির্বাচন করে কাপাসিয়ার উন্নয়নকে এগিয়ে নিতে রিমি এমপির সাথে কাজ করার আহবান জানান।