কাপাসিয়া জাল টাকাসহ গ্রেফতার ৩

0
46

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়ায় জাল টাকা সরবরাহ করার অরপরাধে ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়নের নাসু মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়।কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদমত্ম) রাজিব চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।গতকাল সন্ধ্যায় কামড়া আ. লতিফের দোকানে ওই যুবকরা এক হাজার টাকার নোট দিলে দোকানীর সন্দেহ হয়। পরে আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরম্নজ্জামান খান, এসআই মোঃ কাইসার আহমেদ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃতরা হল নরসিংদী মিজারচরের রতন মিয়ার ছেলে সেলিম খান (৩০), মাধবদীর বাছির উদ্দিনের ছেলে ছাইফুল ইসলাম (১৮), মাধবপুর ভগিরতপুরের অফিদ উদ্দিন ছেলে ইকু খান (২৬),। তাদের বিরম্নধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ক ধারায় কাপাসিয়া থানায় (মামলা নং ৪৭(১১)১৮) মামলা রম্নজু করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।থানার ডিউটি অফিসার এএসআই রাসেল জানান ওয়ারেন্টভূক্ত ২ মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। যৌতুক মামলার আসামী সূর্যনারায়ণপুর গ্রামের হাসান আলীর পুত্র মো: আরিফ ভূইয়া ও জিআর মামলার আসামী বিবাদীয় গ্রামের আব্দুল আওয়ালের পুত্র সোহরাব হোসেনকে গাজীপুর আদালতে প্রে্ররণ করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন