কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিগঞ্জে অবৈধভাবে স্থাপিত ও পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রামমাণ আদালত। এসময় জরিমানা আদায় ও ইটভাটা গুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
বুধবার ১৮ ডিসেম্বর গাজীপুর জেলা প্রশাসনের অব্যাহত অভিযানের অংশ হিসেবে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বালীগাও এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রামমাণ আদালত।
ভ্রামমাণ আদালত সুত্রে জানা যায়, জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩( সংশোধিত ২০১৯) অনুযায়ী বালিগাও এলাকার আর সি জি ব্রিকস-কে ১ লক্ষ টাকা, ফারুক ট্রেডার্সের (এম এস এম) ব্রিকস নামের ৬ টি ইট ভাটা কে ১,৫০,০০০ টাকা করে মোট ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসব অভেধ ইটভাটাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোস্তফা আব্দুল্লাহ আল-নূর, গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও আব্দুর রাজাক, র্যাব-১ ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।