কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ১৮ কক্ষ পড়ে ছাই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ব্লু ওয়েশন কারখানার পাশে সিদ্দিক রহমানের টিনসেড কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরে থাকা আসবা পত্র ও মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়।
এলাকাবাসী জানায় জানান, মঙ্গলবার সকালে উপজেলার পূর্বচান্দরা এলাকায় সিদ্দিক রহমানের কলোনির একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে আগুন কলোনির পুরো অংশে ছড়িয়ে পড়ে।প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসে খবর দেয়, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে ওই কলোনির বিভিন্ন কক্ষে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।