জি নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাজারী কাঠ ভর্তি একটি ট্রাক আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রোববার (৪ নভেম্বর) ভোরে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকা থেকে গজারী কাঠ ভর্তি ট্রাকটি কে আটক করা হয়। এ সময় ট্রাক চালক ও কাঠের মালিক পালিয়ে যায়। কালিয়াকৈর থানার এ এস আই সুরুজ্জামান জানান, বনের গজারী কাঠ কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাচ্ছিল একদল কাঠ চোর। রাতের আধারে বন থেকে কাঠ নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের নামাশুলাই এলাকায় পৌছালে পুলিশ তাদের গতিরোধ করলে ট্রাক চালক ও মালিক ট্রাক ভর্তি কাঠ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ কাঠ ভর্তি ট্রাকটি(নং-ঢাকা মেট্টো:ট-১৮-৬৩৬০) জব্ধ করে থানায় নিয়ে যায় এবং উপজেলার বড়ইবাড়ী এলাকার আব্দুল ওহাব(৪৫),কোন্দঘাটা এলাকার মোঃ আব্দুল মান্নান(৪৩), গোলয়া গ্রামের আবুবকর (৪৫) ও পিপড়াছিট গ্রামের মোঃ রুবেল(৩৫) কে আসামী করে একটি কাঠ পাচার মামলা দায়ের হয়েছে।