আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মেনে ঘরমুখী থেকে কর্মহীন হয়ে পড়েছে কর্মজীবী মানুষেরা। অর্থের অভাবে অনেকে খাদ্য কিনতে পারছে না। কিন্তু আতসম্মানের ভয়ে অনেকে বলতে পারছে না তাদের অভাবের কথা। কিন্তু ক্ষুধা তো মানে না কোনো বাধা; অন্নের অভাবে পরিবারের ৪ জন না খাওয়া। শনিবার রাত পৌনে আটটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সরকারি নম্বরে একটি ফোন আসে। ফোনকারী নিজেকে কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মধ্য ভাদার্ত্তী এলাকার গোলাম মোস্তফার ছেলে জাকিউল ইসলাম পরিচয় দিয়ে বলে দুই দিন যাবত না খাওয়া তার পরিবারের ৪ সদস্য।
মানবতার ফেরিওয়ালা কালীগঞ্জের ইউএনও মো. শিবলী সাদিক রাত সাড়ে আটটার দিকে ১০ কেজি চাউল, ২ কেজি আলু ১ কেজি ডাল অভাবগ্রস্ত জাকিউল ইসলামের বাড়িতে পৌছে দিয়ে আসেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, সমাজে একশ্রেণির লোক আছে, যারা কষ্ট ও অভাবে থাকলেও মানুষের কাছে হাত পাততে পারে না। করোনাভাইরাস প্রতিরোধে সরকার কর্মহীন হতদরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। উপজেলার কেউ যেন না খেয়ে থাকে সেই লক্ষ্যে প্রতিদিন অভাবীদের খোঁজে বের করে তাদেও মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলার মধ্যে কেউ খাদ্য অভাবে থাকলে তারা আমার এই (০১৭৮৩৮৬৯০৩০) মোবাইল নম্বরে ফোন দিলে পৌছে যাবে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী।
- অন্যান্য
- অর্থ ও বানিজ্য
- ইতিহাস
- কৃষি ও পরিবেশ প্রকৃতি
- গ্রাম বাংলা
- চাকুরির খবর
- জানা-অজানা
- জেলার সংবাদ
- তথ্য-প্রযুক্তি
- নারী ও শিশু
- পরিচালক
- পরিবার
- ব্রেকিং নিউজ
- স্বাস্থ্য
- স্লাইড