আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
অসহায় মানুষের খাদ্য অভাব দূর করার লক্ষ্যে বাহাদুরসাদী ইউনিয়নের কয়েকটি এলাকার হতদরিদ্র ও দিনমজুর ১০ টি পরিবারের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক।
শনিবার সন্ধ্যার পর ৬ষ্ঠ দিনের মতো করোনাভাইরাস প্রতিরোধে সাধারন জনগণকে সচেতন ও ঘরমুখী রাখতে অভাবগ্রস্ত মানুষদের খাদ্য সহায়তা করে যাচ্ছেন ইউএনও শিবলী সাদিক। তারই ধারাবাহিকতায় সন্ধ্যার পর বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, বাশাইর, চর জামালপুর ও ঈশ্বরপুর এলাকার হতদরিদ্র ও দিনমজুর ১০ টি পরিবারের বাড়িতে গিয়ে তাদের হাতে চাউল, আলু, ডাল খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন মানবতার ফেরিওয়ালা ইউএনও মো. শিবলী সাদিক।