কালীগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
মোঃ ইব্রাহীম খন্দকার,কালীগন্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতা বিরোধী জামায়াত -বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ পোর আওয়ামী লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সামনে থেকে বের হয়ে পৌর এলাকা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ বাজার হয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
কালীগঞ্জ পোর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র এস এম রবীন হোসেনের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো কামরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগে উপদেষ্টা মোঃ ইব্রাহিম খন্দকার, মোঃ হুমায়ুন, সহ সভাপতি মোশারফ হোসেন শুক্কুর, দ্রুব, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর বাদল মিয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোঃ আমির খন্দকার, অর্থ বিষয়ক সম্পাদক নন্দনাগ, প্রচার সম্পাদক সামসুল চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রতন আকন্দ,সদস্য মোঃ সজীব সিরাজ, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ তানভির মোল্লা,সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি এম আই লিখন, সাধারণ সম্পাদক, ওয়াসিম মোল্লা,কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলি আল রাফু অমিত, সাধারণ সম্পাদক সাকিব সাদমান আলভি সহ কালীগঞ্জ পৌরসভা সকল ওয়ার্ড এর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।