কালীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
52

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট পালন করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ বাসষ্ট্যান্ড আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে বর্ধিত সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম তোরণ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম ও আবু বকর চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ ও মো. দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদুল আলম খান, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. মাইনুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির খান, সাধারন সম্পাদক শাহআলম দেওয়ান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের পিয়ারা বেগম শান্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন