আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী প্রদর্শন, আলোচনা , মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে এবং জাঁকজমকভাবে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত কালীগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন স্থানীয় নেতৃবৃন্দরা। বিকেলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে কালীগঞ্জ বাসষ্ট্যান্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি দলীয় অফিসে গিয়ে আলোচনা সভায় মিলিত হন। র্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকির পিএস মো. মাজেদুল ইসলাম সেলিম, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ ও মো. দেলোয়ার হোসেন দুলাল, আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. মাইনুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম রবিন হোসেনসহ দলীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সিজুর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনায় করেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মনিরুল আলম। ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূইয়া, সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন জজ, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান মাসুম, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক মো. আশরাফউজ্জামানসহ দলীয় নেতৃবৃন্দরা।