কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আনন্দ টিভির ১ম বর্ষ পূতি উপলক্ষে জাঁকজমকভাবে কালীগঞ্জে দিবসটি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয় সংলগ্ন জিতু মিয়ার মার্কেটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে আনন্দ টিভির বর্ষপূতি উদযাপিত হয়েছে। আনন্দ টিভির কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম খানের সভাপতিত্বে বর্ষপূতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ। মুভি বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রফিকের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহীম খন্দকার, পৌর কাউন্সিলর আশরাফুল আলম রিপন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাওলানা মো. আলআমিন দেওয়ান, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয় টিভির কালীগঞ্জ প্রতিনিধি মো. মনিরুল আলম, জয়যাত্রা টিভির কালীগঞ্জ প্রতিনিধি মো. আক্তার হোসেন, কালীগঞ্জ প্রেস সোসাইটির সভাপতি এসএম আক্তারুজ্জামান, কালীগঞ্জ পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আমির খন্দকার, বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসমাইল শেখ, দৈনিক বাংলাভূমি পত্রিকার কালীগঞ্জের ব্যুরো প্রধান মো. আরিফ হোসেনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।