কালীগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত।
ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা ও ইজরাইলের প্রতি ঘৃনা প্রকাশ।
মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//
গাজীপুরের কালীগঞ্জে ফিলিস্তিনীদের প্রতি সহমর্মিতা ও ইজরাইলীদের প্রতি তীব্র ঘৃনা ও নিন্দা জানিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহের আফরোজ চুমকি এমপি।
প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা রুহুল আমিন গাজীপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইমাম পরিষদের নেতারা সকল মসজিদের ইমামদের ইসলামিক ফাউন্ডেশনের অর্ন্তভুক্তি এবং আদর্শ ইসলামকি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য সরকারের প্রতি দাবি জানান। তাঁরা বলেন, ইমাম ওলামারা হচ্ছেন আল্লাহ ও রাসূলের প্রতিনিধি। আমরাও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে চাই। আওয়ামীলীগ সরকার ইসলামের পক্ষে কাজ করলে ইমাম পরিষদও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। অথচ ফিলিস্তিনীনের উপর ইসরাইলীদের বর্বর হামলায় হাজারো নিরপরাধ মুসলিম নাগরিক মৃত্যুবরণ করছেন। আওয়ামীলীগ সরকার কোন অন্যায় অপরাধকে প্রশ্রয় দেয় না। আমরা ফিলিস্তিনীদের হত্যার বিচার চাই। বর্তমান সরকার দেশ ও জাতির অনেক উন্নয়ন করেছে। সমাজের নেতা হিসেবে ইমামগণ উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরবেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী , পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদুল আলম, মুক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন , জঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সরোয়ার , জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী হারুনুর রশিদ টিপু। বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, শিক্ষক, সাংবাদিকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।