কালীগঞ্জে উপজেলা যুবলীগের লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
3

কালীগঞ্জে উপজেলা যুবলীগের লীগের বর্ধিত সভা

মো.ইব্রাহীম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় বীর শহীদ মোহাম্মদ ময়েজ উদ্দিন এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামী ৩০ শে সেপ্টেম্বর স্মরণ সভাকে সফল করার লক্ষে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছৈ।
মঙ্গলবার (২৩ শে সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবলীগের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা সভাপতি এস এম আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মো. হারুন অর রশিদ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম সবুজ, মো. আরিফ হাসান, যুগ্ম-সম্পাদক মো. আরমান রাজ, মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, মো. সাইফুল ইসলাম সজল, পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৩০ শে সেপ্টেম্বর জাতীয় বীর শহীদ মোহাম্মদ ময়েজ উদ্দিন এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভাকে সফল করার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

কোন মন্তব্য নেই