কালীগঞ্জে গরিব দুস্থদের  মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করেছেন প্রতিমন্ত্রী চুমকি

0
32

মো. ইব্রাহীম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও গরিব দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে  ১১৮ জন গরিব দুস্থদের মাঝে ৩ লক্ষ ৭৮ হাজার টাকার চেক ও ১১৮ বান ঢেউটিন অনুদান প্রদান করেন প্রতিমন্ত্রী চুমকি। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া, জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সারোয়ার গাজী, উপজেল মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ প্রমুখ।

কোন মন্তব্য নেই