কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দেওয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ

0
239

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা দোকান ঘরের দক্ষিণ ও পশ্চিম পাশের দেওয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দেওয়াল ভেঙ্গে ভাড়াটিয়াদের দোকান ঘরের চেয়ার, টেবিলও ভাঙচুর করেছে। কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দড়িসোম গুদারাঘাট এলাকায় শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। গতকাল রোববার বিকেলে এই সংক্রান্ত বিষয়ে ৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী খন্দকার নাজমুল ফরহাদ।
দীর্ঘদিন যাবত জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছে। প্রতিপক্ষরা ভাঙচুর চালিয়ে আশি হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে জানান ক্ষতিগ্রস্তের শিকার খন্দকার নাজমুল ফরহাদ।

বর্নিত জমি ও দোকান ঘরের ভাঙচুরের বিষয়ে জাকির হোসেন খন্দকার গংয়ের বিরুদ্ধে একাধিক মামলা গাজীপুর বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগকারী খন্দকার নাজমুল ফরহাদ বলেন, প্রতিপক্ষ জাকির হোসেন খন্দকার গং দীর্ঘদিন যাবত আমার জমি জোরপূর্বক জবর দখলে লিপ্ত রয়েছে। এ যাবত প্রতিপক্ষের বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযুক্তকারী জাকির হোসেন খন্দকার ভাঙচুরের কথা অস্বীকার করে তিনি বলেন, প্রতিপক্ষ ফরহাদ নিজেই তার দেওয়াল ভেঙ্গে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই যাবত ফরহাদ আমাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন।

কালীগঞ্জ থানার এএসআই মো. শাহাদাত হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যাওয়ার পর দেওয়াল ভাঙ্গা অবস্থায় দেখতে পাই। এই সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষ বসার কথা ছিল।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন