কালীগঞ্জে জাতীয় মানবাধিকার কাউন্সিলের কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন

0
56

জি নিউজ নিজস্ব প্রতিবেদন
গাজীপুর জেলার কালিগঞ্জে উপজেলায় জাতীয় মানবাধিকার কাউন্সিল উপজেলা শাখার কার্যকরি কমিটির পরিচিতি সভা ও অফিস আজ শনিবার দুপুরে আল মদিনা শপিং এন্ড হাউজিং কমপ্লেক্স শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার কাউন্সিল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ইব্রাহীম খন্দকারের সভাপতিত্বে কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার সাধারন সম্পাদক ড.একেএম রিপন আনসারী। জাতীয় মানবাধিকার কাউন্সিল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি আহাম্মদ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবু বকর মিয়া, জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহিদুর রহমান বকুল, ওসি (তদন্ত) খান মো. আবুল কাশেম পিপিএম, গাজীপুর জেলা শাখার নির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও নতুন কমিটির সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ।

প্রধান অতিথি ড.একেএম রিপন আনসারী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে কাজ করে যেতে হবে। সমাজে যারা অধিকার থেকে বঞ্চিত তাদের পাশে দাঁড়াবে মানবাধিকার কর্মীরা। নিজের বা সংগঠনের কোনো বদনাম হয় এমন কোনো কাজ করা থেকে সকল সদস্যকে বিরত থাকার আহবান জানান তিনি। সদা সর্বদা সত্যের পথে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কাউন্সিলের সহ-সভাপতি মিজানুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক মো. মঞ্জুর হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রায়হান কবির, অর্থ বিষয়ক সম্পাদক মু. সোহরাব আলী সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, সমন্বয় বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান, নির্বাহী সদস্য লোকমান হোসেন পনির, নুর হোসেন মোল্লা, মো. শাহজাহান, মো. সাজ্জাত হোসেন, আজগর হোসেন পাঠান, মো. আরিফ হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. শহিদুল্লাহ, মো. রুহুল আমিন, মো. ফরিদ কাজী ও মো. ওয়ালী উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন