কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি
কালীগঞ্জ থানা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে তুমলিয়া ইউনিয়নের বর্ত্তুল গ্রামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন, জেলা বিএনপির সহ-সভাপতি বোরহানউদ্দিন মাষ্টার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সোলেমান আলম, সাবেক সাধারন সম্পাদক খাইরুল আলম মিন্ট ও আশরাফী হাবিবুল্লাহ, যুগ্ন সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আরমান হোসেন, সাধারন সম্পাদক মো. ইব্রাহীম প্রধান, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাসুদ রানা, থানা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. মাসুম মোড়লসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাজা বাতিল করার দাবি জানান।