কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি ঘরের বারান্দার চাল, শফিকুলের ১০টি বড় আম ও জাম গাছ, মতিউর রহমান খানের ৫টি ফলজগাছ প্রবল ঝড়ে ভেঙ্গে ফেলে। সালদিয়া গ্রামের দুলালের পোলট্রি খামারের চাল ভেঙ্গে যায় ঝড়ে, এতে প্রায় দেড় হাজার মুরগীর ব্যাপক ক্ষতিসাধন হয়।
কুলথুন গ্রামের মাসুদ মোল্লার টিনসেট ঘরের চাল লÐভÐ হয়ে যায়। অপর দিকে একই গ্রামের জসিম খান, শফিকুর খান, মতিউর রহমান, আমান মোড়ল, মামুন শেখ, ফারুক মেম্বার, আজাফর, মোস্তফা খান, রাসেল শেখ, আলী হোসেনের বিভিন্ন জাতের ফলের বড় বড় গাছ ঝড়ে ভাঙ্গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার( ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।