আহাম্মদ আলী,কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে এক ট্রাক হেলপারের রহস্যজনক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে কালীগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড চৈতরপাড়া গ্রামে। নিহত হেলপার মো. রুবেল (১৮)। সে চৈতরপাড়া গ্রামের ওয়াচকরুনির ছেলে। গতকাল শনিবার পুলিশ ঘটনাস্থল থেকে ওই হেলপারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে নিহত হেলপারের বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন, যার নং ১১।
স্থানীয়রা জানায়, নিহত হেলপার মো. রুবেল প্রতিনিয়ত নেশা পান করতো। ঈদের আনন্দে সে অতিরিক্ত নেশা পান করায় তার মৃত্যু হতে পারে বলে এলাকাবাসী ধারণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, প্রাথমিক সুরতহালে তার শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। নিহত ট্রাক হেলপার রুবেলের নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।