কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

0
20

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ঈশা খাঁর ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি (৫৫) নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রোববার দুপুরে কালীগঞ্জ আড়িখোলা রেললাইনের ৮৫ নম্বর রেল ব্রিজের পূর্বে পাশে ট্রেনে কাটা পড়ার ঘটনাটি ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শাহআলম।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঈশা খাঁ গামী ট্রেনটি ভৈরব হয়ে ময়মনসিংহ যাওয়ার পথে কালীগঞ্জ আড়িখোলা স্টেশন সংলগ্ন তুমলিয়া এলাকার রেললাইনে ৮৫ নম্বর রেল ব্রিজের পূর্ব পাশে পৌছলে ইঞ্জিনের কাছে থাকা ওই ব্যক্তি পড়ে যায়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির দেহ দ্বিখন্ডিত হয়ে যায়। নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তার খন্ডিত লাশ নরসিংদী রেলওয়ে পুলিশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই