কালীগঞ্জে তাঁতী লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন কচির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

0
26

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তাঁতী লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন কচির উদ্যোগে এলাকার অসহায় হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবী মানুষগুলো এখন কর্মহীন। এলাকার অসহায় মানুষদের খাদ্যাভাব দূর করার লক্ষ্যে ঈদ উপহার নিয়ে এলাকার অসহায় হতদরিদ্র ১০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলার তাঁতী লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন কচি।
সোমবার সকালে তার ছেলে ও কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক মনিব খান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ভাদগাতী, খঞ্জনা ও বড়নগর আংশিক এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌছে দিয়েছেন।
কালীগঞ্জ উপজেলার তাঁতী লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন কচি বলেন, সাধ্যের মধ্য থেকে এলাকার অসহায় মানুষদের ঈদ উপহার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। বিবেকের তাড়নায় এলাকার অসহায় মানুষদের অল্প পরিমাণ ঈদ উপহার দিতে পেরে, আত্বতৃপ্তি হয়েছি।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন