কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি,কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ দুই কেজি গাঁজাসহ রঞ্জনা সরকার (৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রঞ্জনা বেলুন গ্রামের নবদ্বীপ সরকার ওরফে নবুর স্ত্রী।কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চন্দন দে তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নাগরী ইউনিয়নের বেলুন গ্রামে অভিযান চালিয়ে রঞ্জনাকে আটক করে। তার দেওয়া তথ্য মতে বসত ঘরের ঘাটের নিচ থেকে পলিথিন মোড়ানো ও তার উপর স্কচটেপ পেঁচানো দুই কেজি গাঁজা উদ্ধার করে তাকেসহ থানায় নিয়ে আসে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৭(ক) ধারায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়, যার মামলা নং ১৮(১১)১৮। গতকাল শনিবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।