কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী শিশু মেলা বসেছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনমূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে দুই দিন ব্যাপী শিশু মেলার উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ইউএনও মো. শিবলী সাদিকের নেতৃত্বে উপজেলা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মেলায় এসে শেষ। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাজীপুর জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে দুই দিন ব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের হাতে তৈরি দেশীয় পণ্য সামগ্রী নিয়ে মেলায় এসেছেন। ইউএনও মো. শিবলী সাদিক মেলায় প্রতিটি ষ্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি পণ্য সামগ্রী দেখে মুগ্ধ হন।
ইউএনও মো. শিবলী সাদিক বলেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং তাদের মেধা বিকাশ ঘটাতে শিশুদের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। তাদের মেধার গুণে পরিবার ও সমাজ আলোকিত হবে। শিশুদের ভালোবাসা দিয়ে তাদের কর্ম দক্ষতার পথ প্রশস্ত করতে হবে।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিনের পরিচালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারিণী হলেন সেন্ট মেরীস গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন নবী মাসিয়া, দ্বিতীয় স্থান অধিকারিণী কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা আক্তার ও তৃতীয় হয়েছেন সেন্ট মেরীস গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান প্রিয়ন্তী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাকিল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা কৃষি অফিসার আবু নাদির শাহাবউদ্দিন আহমদ সিদ্দিকী, উপজেলা মৃৎস্য অফিসার মো. লতিফুর রহমান, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন প্রমুখ