কালীগঞ্জে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত

0
102

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ জানান। গত ১২ মে পর্যন্ত যেসব লোক করোনা নমুনা পরীক্ষা করেছেন তাদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্তদের শুক্রবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকার জন্য পাঠানো হবে বলে জানান কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা কর্তৃপক্ষ।
করোনায় আক্রান্তকারীদের মধ্যে কালীগঞ্জ উপজেলার পৌর এলাকায় ১ জন, বক্তারপুর ইউনিয়নে ২ জন, জামালপুর ১ জন, নাগরী ৩ জন, তুমলিয়া ১ জন, জাঙ্গালিয়া ১ জন ও মোক্তারপুর ইউনিয়নে ১ জন।
এ যাবত কালীগঞ্জ উপজেলায় ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে আইসোলেশনে থেকে ৮৭ জন করোনা আক্রান্তকারী সুস্থ হয়ে উঠেছেন।

কোন মন্তব্য নেই