কালীগঞ্জে নিজ এলাকাকে জীবাণুমুক্ত করতে কাউন্সিলর পরিমলের জীবাণুনাশক স্প্রে কর্মসূচি

0
16

কালীগঞ্জে নিজ এলাকাকে জীবাণুমুক্ত করতে কাউন্সিলর পরিমলের জীবাণুনাশক স্প্রে কর্মসূচি

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে এলাকার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করে নিজ এলাকাকে জীবাণুমুক্ত করতে কালীগঞ্জ পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ চেষ্টা।
শুক্রবার বিকেল তিনটার দিকে কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ওয়ার্ডের খঞ্জনা, ভাদগাতী ও বড়নগর এলাকায় জীবাণুনাশক স্প্রে করেন।
এরপর তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারন জনগণকে ঘরমুখী থাকার তাগিদ দেন। অহেতুক আড্ডাবাজি না করে এলাকার জনগণকে ঘরে অবস্থান করার অভিব্যক্ত করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগ নেতা আবিদ হাসান ছোটন,জহিরুল ইসলাম,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল খান,ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.মাসুদুর রহমান,সাধারন সম্পাদক আব্দুল কাদির সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই