কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে মারধর আহত ৪, গ্রেফতার ১

0
185

কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে মারধর আহত ৪, গ্রেফতার ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি::
কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে উভয়পক্ষের মারধরে ৪ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রো চিকিৎসা দেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে সোমবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ ফাইজউদ্দিন নামে এক আসামিকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেছেন।

আহতরা হলেন বড়গাঁও গ্রামের মৃত ফাইজউদ্দিন শেখের স্ত্রী ফলেকা বেগম (৫৫), তার নাতনি কাকলী বেগম (২০), ছেলে মইজউদ্দিন ও ছেলের বউ জরিনা বেগম। ঘটনাটি ঘটেছে গত ১১ মার্চ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে ।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, তিন বছর আগে মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে আব্দুল জলিলের সাথে একই গ্রামের তৈয়বুর আলীর মেয়ে কাকলি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে কাকলির স্বামী, ভাসুর ফাইজউদ্দিন ও জা মাজেদা বেগম তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে কাকলি তার নবজাতক সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকতে থাকে।

গত ১১ মার্চ কাকলির শ্বশুর বাড়ির লোকজন কাকলিকে নিতে তার বাপের বাড়িতে আসে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায় কাকলির ভাসুর ফাইজউদ্দিন তার এক মাসের শিশু সন্তানকে জোরপূর্বক নিয়ে যেতে চেষ্টা করলে তাতে বাধা দেয় কাকলির চাচা মইজউদ্দিন। এ সময় ফাইজউদ্দিনের স্ত্রী মাজেদা বেগম তার হাতে থাকা স্টিলের টিফিন বক্রা দিয়ে মইজউদ্দিনের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তখন উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর আহত হয়। এ বিষয়ে কাকলির দাদা ফলেকা বেগম বাদী হয়ে ৭জনের নামে সোমবার (১৮.৩.১৯) কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এসএম নায়েবুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে বড়গাঁও গ্রাম থেকে কাকলির ভাসুর ফাইজউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ আসামি ফাইজউদ্দিনকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেন।

মারামারির ঘটনায় আসামি গ্রেফতারের বিষয়ে সত্যতা স্বীকার করে এসআই এসএম নায়েবুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামি ফাইজউদ্দিকে গ্রেফতার করে মঙ্গলবার গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংক্রান্ত বিষয়ে কাকলির চাচা তাইজুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে তার ভাজতি কাকলিকে স্বামী, ভাসুর ও জা বিভিন্নভাবে নির্যাতন করে আসে। ভাজতির শ্বশুর বাড়ির লোকজন বাড়িতে এসে মারধর করে ৪ জনকে আহত করেছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন